ছবি-ছন্দ-গল্পভ্রমণ

ঐতিহ্যবাহী আড়াপারা জমিদার বাড়ি

IMG-20220518-WA0009

IMG-20220518-WA0007. IMG-20220518-WA0003 IMG-20220518-WA0002

সাভার এলাকার ভেতরে আড়াপারা নামক স্থানে চমৎকার একটি জমিদার বাড়ির কথা অনেকেরই অজানা। পুকুর, মন্দির, কারুকার্যখচিত পুরনো ভবন, নারীমূর্তি, সিংহমূর্তি, শৈল্পিক অলংকরণে সমৃদ্ধ এ জমিদার বাড়িটি। জমিদার বাড়িটি প্রায় ১১৮ বছর আগে নির্মাণ করা হয়েছিল। আড়াপাড়ায় মূলত দুইটি প্রাসাদ নির্মাণ করা হয়েছিল। মূল প্রাসাদটির নাম রাই শশী নিবাস এবং দ্বিতীয় প্রাসাদটির নাম রাই নিকেতন। মূল প্রাসাদটি নির্মাণ করা হয়েছিল ১৩০৭ বঙ্গাব্দে এবং এর প্রায় ৩৭ বছর পরে দ্বিতীয় প্রাসাদটি নির্মাণ করা হয়েছিল। প্রাসাদটির উপরে ইংরেজি অক্ষরে বড় করে RM House লেখা।

জমিদার বাড়িতে প্রবেশের পূর্বেই রয়েছে একটি মনোমুগ্ধকর পুকুর। পুকুরের এক পাশে রয়েছে জগৎ প্রভু মন্দির এবং তার বিপরীত পাশে রয়েছে শিব মন্দির। প্রবেশ দ্বারে রয়েছে দুইটি সিংহ মূর্তি, যার একটির অবস্থা প্রায় নিশ্চিহ্ন হওয়ার পথে এবং অন্যটি ভাঙাচোরা অবস্থায় দাঁড়িয়ে আছে। তাছাড়া প্রবেশদ্বারে আরো রয়েছে কতগুলো নারীমূর্তি যারা দর্শনার্থীদের আজও স্বাগত জানিয়ে  যাচ্ছে। জমিদার বাড়ির প্রবেশদ্বার পার করে রয়েছে একটি প্রশস্ত উঠান। তার পরেই রয়েছে মূল প্রাসাদটি। প্রাসাদটির দুই পাশে রয়েছে দুইটি সিঁড়ি। প্রাসাদটি অনেক বড় একটি জায়গা জুড়ে অবস্থান করছে।

বর্তমানে এই জমিদার বাড়িতে কিছু হিন্দু পরিবার বসবাস করছেন। অন্দরমহলের অংশের খোলা জায়গায় এখানে-ওখানে রান্নাঘর শৌচাগার বানিয়ে ফেলায় জমিদার বাড়ির মূল সৌন্দর্য নষ্ট হচ্ছে। জমিদার বাড়িটিকে সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করতে পারলে এটি সাভারবাসীর জন্য একটি দর্শনীয় স্থান হয়ে উঠতে পারে।

 

শারমিন শিলা প্রিয়া, দ্বাদশ শ্রেণী, সাভার মডেল কলেজ